ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে দুই কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ২, ২০২০
গাজীপুরে দুই কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় পরিবেশ দূষণের দায়ে দু’টি কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা দু’টিকে জরিমানা করা হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোজাহীদ জানান, গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।  

পরে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় লবলং নদী ও পরিবেশ দূষণের দায়ে ডিগনিটি টেক্সটাইলস লিমিটেড কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় একই অপরাধে ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিসোর্সেস লিমিটেড কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় কারখানা দু’টির কর্তৃপক্ষকে অবিলম্বে নদী ও পরিবেশ দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, ওই দুই কারখানা কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।