ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মা-বাবার পর চার বছরের শিশুরও করোনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২, ২০২০
মা-বাবার পর চার বছরের শিশুরও করোনা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে চার বছরের এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এর আগে তার বাবা-মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জুলাই) পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কিছুদিন আগে শিশুটির বাবা-মা করোনা আক্রান্ত ছিলেন।

তাদের সংস্পর্শে এসে শিশুটি আক্রান্ত হয়েছে। শিশুটির যতেœর বিষয়ে বাবা-মাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এদিকে খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৬৪ জন।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।