ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরা সীমা‌ন্তে রূপাসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ২, ২০২০
সাতক্ষীরা সীমা‌ন্তে রূপাসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ভারতীয় রূপাসহ মোস্তাফিজুর রহমান মজনু (২৫) না‌মে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তা‌কে আটক করা হয়। জব্দকৃত রূপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।

আটক মোস্তাফিজুর রহমান মজনু সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে।  

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে সদর উপজেলার কালিয়ানী সীমান্তে রূপার একটি বড় চালান আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক তাজেদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯ কেজি ৯৯০ গ্রাম ভারতীয় রূপাসহ চোরাকারবারী মোস্তাফিজুর রহমান মজনুকে আটক করা হয়। জব্দকৃত রূপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক‌র্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দীন জানান, আটক চোরাকারবারীকে রূপাসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।