ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ২, ২০২০
স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন স্বাস্থ্যখাতে সব অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা।

বরিশাল: স্বাস্থ্যখাতে সব অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়।

এসময় বক্তরা বলেন, ‘বিনামূল্যে সব নাগরিকের করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসা সেবা সঠিকভাবে দিতে হবে।

পিসিআর ল্যাব বাড়াতে হবে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের চক্রান্ত থামাতে হবে। জ্বালানির দাম বাড়ানোর জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার করতে হবে। ’

মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব মনীষা চক্রবর্তীসহ অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।