ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ২, ২০২০
যশোরে পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে মানববন্ধন

যশোর: যশোরে পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাম জোটের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়।

যশোরের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক তসলিমুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ নেতা আলাউদ্দিন ও ইউসিএলবির নেতা কামাল হাসান পলাশ।

বক্তারা বলেন, দেশের অসাধু কর্মকর্তাদের জন্যই পাটকলগুলো ক্ষতির মুখে পড়েছে। মাত্র এক হাজার কোটি টাকা ব্যয়েই পাটকলগুলো আধুনিকায়ন করা যায়, অথচ তা না করে ৬ হাজার কোটি টাকা খরচ করে এগুলোকে বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাটকলগুলো ব্যক্তি মালিকানায় তুলে দিয়ে শ্রমিক শ্রেণীকে বিপদের মধ্যে ফেলে দিতে চায় স্বার্থান্বেষী মহল।  

‘সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। বিপদে পড়বে ও তাদের পরিবার। ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পাটকল বন্ধ না করে ১ হাজার কোটি টাকা দিয়ে এগুলোর আধুনিকায়ন করা হোক। ’ 

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০ 
ইউজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।