ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে বিনামূল্যে করোনা পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ২, ২০২০
না’গঞ্জে বিনামূল্যে করোনা পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিনামূল্যে করোনা শনাক্তকরণ টেস্ট করার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। 

বৃহস্পতবার (২ জুলাই) দুপুরে প্রায় ২ ঘণ্টা শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে জোটের নেতাকর্মীরা। এসময় সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং সড়ক থেকে সরিয়ে দেয়।

এসময় নেতাকর্মীরা দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতি বন্ধ ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত না করতে পারলে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।  

কর্মসূচিতে জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি তরিকুল সুজন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আব্দুল হাই জানান, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করায় রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।