ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা সহায়তা দেবে ইইউ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২, ২০২০
রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা সহায়তা দেবে ইইউ

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা (৩২ মিলিয়ন ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (০২ জুলাই) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে উল্লেখ করা হয়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এই অর্থ সহায়তা দেয়া হবে। এরমধ্যে ১১৪ কোটি টাকা তাদের করোনা ভাইরাস মোকাবিলায় ব্যয় করা হবে।

আর ১৯০ কোটি টাকা রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় আশ্রয় দেওয়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পানি সরবরাহ ইত্যাদি কার্যক্রমে ব্যয় করা হবে।

এই ৩০৪ কোটি টাকা ইউনিসেফ, ইউএনএইচসিআর ও ইউএনওপিএস’র মাধ্যমে ব্যয় করা হবে বলেও জানিয়েছে ইইউ।

বাংলাদেশ সময়:  ১৬৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad