ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে করোনা হাসপাতালে আইসিইউ চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ২, ২০২০
না’গঞ্জে করোনা হাসপাতালে আইসিইউ চালু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুরে করোনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।  

এর আগে আইসিইউ নিয়ে নানা সমস্যায় পড়তে হয় এ জেলার করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের।

নানা জটিলতা ও সরঞ্জামের অভাবে আটকে ছিল এ আইসিইউ ইউনিট।  

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সঞ্চয় প্রমুখ।

সেলিম ওসমান বলেন, আমরা সময়মতো আইসিইউ সেবা দিতে পারিনি বলে নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা চাই। আমাদের হয়তো এটি চালু করতে দেরি হয়ে গেছে। তবে এখন থেকে আর কেউ আইসিইউ সেবা বঞ্চিত হবেন না। আমাদের জেলায় ল্যাব ও আইসিইউ’র জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে ঋণী।  

জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, যখন করোনা আক্রান্ত ব্যক্তি পজিটিভ জানার পর দুশ্চিন্তায় পড়ে যায়, তখন যখন ভাববে তার বাড়ির পাশেই আইসিইউ ইউনিট রয়েছে তখন তিনি মনে সাহস পাবেন। মূলত করোনা আক্রান্তদের মনোবলটা অনেক বেশি প্রয়োজন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, করোনা আক্রান্ত শতকরা ২ শতাংশ রোগীর জন্য আইসিইউ’র প্রয়োজন পড়ে। করোনা হয়তো একদিন চলে যাবে তবে এ আইসিইউ ইউনিট নারায়ণগঞ্জে এ হাসপাতালটি যতদিন থাকবে ততদিন আমাদের কাজে লাগবে। এ ইউনিট হাসপাতালের মান আরও অনেক বাড়িয়ে দিলো।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।