ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় ট্রলি দুর্ঘটনায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২, ২০২০
দামুড়হুদায় ট্রলি দুর্ঘটনায় চালক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি দুর্ঘটনায় চালক আব্দুল মালেক (৫০) নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বারাদী কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মালেক একই উপজেলার দর্শনা সরাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, দুপুরে মালেক তার নিজের ট্রলি চালিয়ে দামুড়হুদা উপজেলার বারাদী এলাকা থেকে শিয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথে কামারপাড়া এলাকায় এলে ট্রলিটির চাকা বিস্ফোরণ হয়। এতে ট্রলি থেকে ছিটকে পড়ে পেছনের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকারিয়া আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।