ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২, ২০২০
করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহাবের (৭৫) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. সিদ্ধার্থ দেব মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (১ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৬ জুন বিকেল ৪টার দিকে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ডা. এম এ ওয়াহাব।

অধ্যাপক ডা. এম এ ওয়াহাব হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বেশ কয়েকবার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এসজেএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।