ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামেকে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২, ২০২০
রামেকে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রামপদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১ জুলাই) দিনগত রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা।

ডা. সাইফুল ফেরদৌস জানান, ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। শরীরে করোনা ভাইরাস উপসর্গ থাকায় তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে (করোনা ওয়ার্ডে) রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর তার শরীর থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে স্বাস্থ্যবিধি মেনেই কোয়ান্টাম ফাউন্ডেশনকে তার মরদেহ সৎকার করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ০২, ২০২০ 
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad