ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২, ২০২০
হাতীবান্ধায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- ওই এলাকার রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪০) ও একই গ্রামের আব্দুল হামিদের  ছেলে আতিয়ার রহমান আতি (৩৮)।

  

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, বাড়ির পাশে কালীবাড়ি বিলে মাছ ধরতে যান মন্টু ও আতিয়ার। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।  

অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের স্যাকোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্য হয়। আহত হয় আরও দু’জন।  

এ নিয়ে বজ্রপাতে লালমনিরহাটে চার জনের মৃত্যু হলো।  

** পাটগ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।