bangla news

লতিফুর রহমানের মৃত্যুতে বসুন্ধরা চেয়ারম্যানের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৭-০১ ৩:১৮:৩৬ পিএম
লতিফুর রহমান

লতিফুর রহমান

ঢাকা: বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 

বুধবার (১ জুলাই) এক শোকবার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, দেশের শিল্প বাণিজ্যের অন্যতম পথিকৃৎ জনাব লতিফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। নতুন প্রজন্মের উদ্যোক্তাদের মাঝে তিনি সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ্‌ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমীন।

বুধবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান দেশের বিশিষ্ট এই শিল্পপতি। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

***ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-07-01 15:18:36