ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ১, ২০২০
নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে জেবা খাতুন (২০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০১ জুলাই) সকালে উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটে। জেবা খাতুন ধানশা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

আটক সালাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরাদনগর গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার (২৯ জুন) সালাউদ্দিন তার স্ত্রী জেবা খাতুনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার (৩০ জুন) রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়েন। বুধবার সকালে সালাউদ্দিন কাপড় কাটা কাঁচি দিয়ে স্ত্রী জেবার শরীরের বিভিন্ন জায়গা খুচিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় জেবাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর সালাউদ্দিনকে আটক এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহত জেবার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।