bangla news

নাজিরপুরে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৭-০১ ১০:১৩:১৪ এএম
নিহত মো. আব্দুস ছবুর হাওলাদার। ছবি: বাংলানিউজ

নিহত মো. আব্দুস ছবুর হাওলাদার। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে মো. আব্দুস ছবুর হাওলাদার (৪০) নামে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় ঘাতক মো. মিজানুর রহমান মৃধাকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা এলাকার গাদেরহাটে এ ঘটনা ঘটে। ছবুর হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছিমা (গাদেরহাট) গ্রামের মৃত মো. ছোবাহান হাওলাদারের ছেলে। 

হত্যাকারী মো. মিজানুর রহমান মৃধা একই এলাকার মাহাতাব মৃধার ছেলে ও স্থানীয় মৃধা বাড়ি মসজিদের ইমাম।

নিহতের মেয়ে কারিশমা খানম জানান, ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় মৃধাবাড়ি মসজিদের ইমাম মো. মিজানুর রহমান মৃধা তাদের তার বাবার ঘরে ইট ছুড়ে মারে। এ সময় তার বাবা ছবুর ঘর থেকে বের হলে মিজানুর রহমান হাতে থাকা হাতল
খোলা একটি দায়ের সরু অংশ দিয়ে তার বুকে আঘাত করে। এতে তার বাবা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ঈসিতা সাধক নিপু জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যাকারী মিজানুর রহমানকে আটক করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, হত্যাকারী মিজানুর রহমান মানসিক প্রতিবন্ধী (পাগল)। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে অসুস্থ হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সন্ধ্যায় পালিয়ে যান। মাঝে মধ্যেই তিনি এমন অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   পিরোজপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-07-01 10:13:14