ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আবুধাবি থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০২০
আবুধাবি থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ফিরেছেন আরও ১৫২ বাংলাদেশি।

বুধবার (১ জুলাই) সকাল ৮টা ২০মিনিটে চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্য প্রাচ্যের এ দেশটিতে দীর্ঘদিন আটকা পড়েন বাংলাদেশি নাগরিকরা।

নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এই চার্টার্ড ফ্লাইটের উদ্যাগ নেয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন আরও ১৪০ বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।