bangla news

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৩ রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৭-০১ ২:৫৬:৩২ এএম
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এসব রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ জুন মাদারীপুরের কালকিনি উপজেলার বিকাশ দে (৪৫) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত ৮টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

অপরদিকে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরগুনা জেলার বামনা উপজেলার পূর্ব সফুর এলাকার গোলাম মোস্তফা (৬০) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বিকেল পৌনে ৫টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে দিকে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝড়া এলাকার আ. সালাম (৬০) মৃত্যুবরণ করেন। তিনি গত ২৯ জুন দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

যাদের রিপোর্ট পাওয়া যায়নি তাদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ৯৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে পজিটিভ ছিল ৩৭ জন।

এদিকে নতুন শনাক্ত হওয়া ১৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে ৩৩৬ জন সুস্থ হয়েছেন। ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এমএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-07-01 02:56:32