ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালদ্বীপ থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
মালদ্বীপ থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি

ঢাকা: মালদ্বীপে অবস্থানরত ২০০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় ফিরছেন। মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। 

মালদ্বীপ থেকে মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ প্লেনে মঙ্গলবার রাতে এসব বাংলাদেশি দেশে ফিরবেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকরা মালদ্বীপে আটকে পড়েছেন।

সে কারণে ধাপে ধাপে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এর আগেও কয়েক দফায় মালদ্বীপ থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া শুভেচ্ছা সামগ্রী হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ পাঠানো হয়েছিল।  

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।