bangla news

নোয়াখালীতে জুনে ৪ ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-৩০ ৮:৩৮:০৬ পিএম
নোয়াখালীর মানচিত্র

নোয়াখালীর মানচিত্র

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে ২৯ জুন দশম শ্রেণীর এক ছাত্রীকে নিজ ঘরে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনাসহ জেলায় গত জুন মাসে ৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের নেতৃবৃন্দ ধষর্ণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আহ্বায়ক মো. আবুল কাসেম, যুগ্ম আহ্বায়ক এ বি এম আবদুল আলীমসহ নেটওয়ার্কের নেতারা এক যুক্ত বিবৃতিতে নোয়াখালীতে জুন মাসেই ৪টি ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করে এ দাবি জানান।
 
নেটওয়ার্ক নেতৃবৃন্দ জানান, শুধু জুন মাসেই নোয়াখালীতে ৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ৩ জুন কবিরহাটে স্বামীর সামনে থেকে তুলে নিয়ে ছয় জন মিলে গণধর্ষণ করে এক গৃহবধূকে। গত ৬ জুন সেনবাগে ১০ বখাটে মিলে এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ করে। এছাড়া গত ১৫ জুন সদর উপজেলায় ৪র্থ শ্রেণিরিএক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চলানো হয়। এর মধ্যে এক ধর্ষণের ঘটনায় জুন মাসেই এক ধর্ষক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
 
প্রসঙ্গত, নোয়াখালীর কবিরহাট উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে মেয়েটির মা মামলা করেছেন। মামলা নম্বর ১৭, ২৯ জুন ২০২০। 

অভিযুক্ত আবদুর রহিম রবিন (২০) পলাতক রয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সুন্দল পুরের ৬ নম্বর ওয়ার্ড বারীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নোয়াখালী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-30 20:38:06