ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

কেশবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জুন ৩০, ২০২০
কেশবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

যশোর: যশোরের কেশবপুরে ছোট ভাইয়ের হাতে কাওছার আলী মোড়ল (৫৫) নামে একজন খুন হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাওছার আলী মোড়ল ওই গ্রামের মৃত তালেব উল্লাহ মোড়লের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই মোকছেদ আলি বড় ভাই কাওছারকে পিটিয়ে হত্যা করে। অভিযুক্ত ছোট ভাই মোকছেদ আলি পলাতক রয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ইউজি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।