ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোরশায় ৪ শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০
পোরশায় ৪ শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর এলাকায় এক ব্যক্তির বাগানের চার শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

বাগানটির মালিক মো. আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, গত বছর এক লাখ টাকা খরচ করে নিজ জমিতে আম গাছ লাগিয়েছি।

এরপর বাগানটির পরিচর্যা করতে আমার আরও অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু সোমবার দিনগত রাতে নির্বিচারে বাগানটির চার শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।  

জমি-জমা নিয়ে গ্রামের এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিন ধরে মামলা চলছে। এ কাজ তিনি করতে পারেন বলে তার ধারণা। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত করে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।