bangla news

চাঁদপুরের এসপি মাহবুবুর করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-৩০ ৩:৫৫:৩১ পিএম
এসপি মো. মাহবুবুর রহমানে

এসপি মো. মাহবুবুর রহমানে

চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

তিনি বলেন, গত দু’দিন আগে এসপি মাহবুবুর রহমান করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেন। সোমবার দিনগত রাতে ফলাফল জানানো হয় তার করোনা পজিটিভ। মঙ্গলবার তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন এবং সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। 

গত মার্চ থেকে করোনা পরিস্থিতিতে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা করোনা সংক্রমণ রোধে ত্রাণ সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কাজে সক্রিয় ছিলেন।

মো. মাহবুবুর রহমান ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁদপুর করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-30 15:55:31