ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তীব্র স্রোতে কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ৩০, ২০২০
তীব্র স্রোতে কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

মাদারীপুর: পানি বেড়ে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে পূর্বের চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে চলাচল করছে ফেরি। এতে পদ্মা পারাপারে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানায়।  

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই পদ্মায় পানি বাড়ছে।

ফলে স্রোতও তীব্র আকার ধারণ করায় নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে নৌরুটে রোরোসহ নয়টি ফেরি চলাচল করছে। স্রোত বেড়ে যাওয়ার পর নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে কমপক্ষে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। পাঁচ-ছয়দিন ধরেও পারের অপেক্ষায় ঘাটে আটকে আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। বর্তমানে নয়টি ফেরি চলছে। ঘাটে পারের অপেক্ষায় প্রায় পাঁচশত পণ্যবাহী পরিবহন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।