bangla news

আশুলিয়ায় আগুনে পুড়লো ৫ দোকান

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-৩০ ১২:৩৮:৩২ পিএম
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের দল    

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের দল    

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পলাশবাড়ীতে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে পলাশবাড়ী এলাকায় হাবিব ক্লিনিকের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইডিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ডিইপিজেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি কাঠের দোকানসহ একটি মোটরসাইকেলের গ্যারেজ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় আট লাখ টাকার দাবি ক্ষতিগ্রস্তদের। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে বেশি পরিমাণ অকটেন ও মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয় পড়েছে। 

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-30 12:38:32