ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ১  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০২০
হাতিয়ায় নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ১  

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় একটি মাছ ধরার নৌকা (ফিশিং বোট) ডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের মরদেহ ও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সোহাগ (১৩) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে বেচন (২৩) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়।  

সোমবার (২৯ জুন) দিনগত রাতে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন ওই মোহনায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহত বেচন একই উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে।

নিখোঁজ মো. সোহাগ (১৩) একই ইউনিয়নের আমতলী গ্রামের জেলে মো. আব্দুর জাবেরের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে বলেন, সোমবার দিনগত রাতে ১৩ জেলেসহ মাছ ধরার একটি নৌকা জোয়ারের পানির ধাক্কায় ডুবে যায়। এসময় নৌকার সব জেলে ঘুম ছিল বলে জানা গেছে। পরে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও দু’জন নিখোঁজ হন। সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে এক জেলে কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে হাতিয়া কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা।  

বাংলাদেশ সময়:  ১১৫০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআরএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।