bangla news

যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-৩০ ৬:২১:৫০ এএম
যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী আটক

যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ছিনতাইকারী আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন মো. সিদ্দিক ব্যাপারী (২৪), মো. গোলাম রাব্বী (১৮) ও মো. অনিক মন্ডল (২০)।

সোমবার (২৯ জুন) রাতে র‌্যাব-১০’র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিঃ ভবন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি ফল্ডিং চাকু, দু’টি ব্লেড, নগদ-এক হাজার ১৮০টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন যাবত রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমএমআই/এমকেআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-30 06:21:50