ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উদ্ধারকারী ‘প্রত্যয়’র ধাক্কায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে ফাটল

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জুন ৩০, ২০২০
উদ্ধারকারী ‘প্রত্যয়’র ধাক্কায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে ফাটল

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড উদ্ধারে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’র ধাক্কায় বুড়িগঙ্গা ১ম সেতুতে ফাটল তৈরি হয়েছে।

সেতুটির চার লেনের একটিতে সোমবার (২৯ জুন) সন্ধ্যা থেকে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সদরঘাট নৌ পুলিশ ফাড়ীর উপপরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, লঞ্চ দুর্ঘটনার পরপরই লঞ্চটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে জাহাজটি ঘটনাস্থলে আসার আগেই বুড়িগঙ্গা ১ম সেতুতে ধাক্কা লাগে। এতে সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়। ফলে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।