ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২৯, ২০২০
কটিয়াদীতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইয়াছিন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

ইয়াছিন উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও বেপারীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে এবং উত্তর গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

 

স্থানীয়রা জানান, সকালে চাচাতো বোনের সঙ্গে বেড়াতে বের হয় ইয়াছিন। পরে দুপুরে ওই বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ইয়াছিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পলাতক।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।