ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বেদে শিশুদের খাবার দিল ‘কোস্টাল ভোলা’ ও ‘বিয়েবাজার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জুন ২৯, ২০২০
বেদে শিশুদের খাবার দিল ‘কোস্টাল ভোলা’ ও ‘বিয়েবাজার’

ভোলা: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ভোলার উপকূলের অসহায় বেদে পরিবারের শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২৯ জুন) দুপুরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড চত্বরে এসব খাদ্য সামগ্রী দেয় ‘বিয়েবাজার’ ও ‘কোস্টাল ভোলা’ নামে দুইটি সংগঠন।

খাদ্য সহায়তা উপহার বিতরণকালে সমাজ সেবক ও ভোলা জেলা ডায়াগনাস্টিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ, সাবেক সচিব আবদুল মান্নান, বিয়ে বাজার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, কোস্টাল ভোলা প্রতিষ্ঠাতা সাংবাদিক ছোটন সাহা, ডা. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে, সদরের চর সামাইয়া ইউনিয়নের দারুল হাবিব খানকাহ শরীফ ময়দানে অসহায় শতাধিক শিশুকেও খাদ্য উপহার দেয় কোস্টাল ভোলা ও বিয়ে বাজার।

খাদ্য সহায়তা বিতরণকালে স্বেচ্ছাসেবী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।