ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বাসচাপায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ২৯, ২০২০
সাভারে বাসচাপায় নারী নিহত

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাসচাপায় সখিনা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা সিআরপি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখিনা ধামরাই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তার স্বামীর নাম আব্দুস সালাম।

পুলিশ জানায়, দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় সিআরপি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সখিনা। এ সময় ঢাকাগামী আসাদ এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সেইসঙ্গে চালকসহ বাস আটক করা হয়েছে।  নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ