ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০২০
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা: করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ জুন) দুপুরে তার মৃত্যু হয়। বদর উদ্দিন জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মৃত দিদার মণ্ডলের ছেলে।

 

চুয়াডাঙ্গা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম কবীর বাংলানিউজকে জানান, জ্বর, বমি ও শরীরে ব্যথা নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধা। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বাংলানিউজকে জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় বদর উদ্দিনের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২১২ জন। এর মধ্যে ১১৫ জন সুস্থ ও মারা গেছেন তিন জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এক জনকে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।