ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল কারাগারের ৪ কয়েদির মুক্তি

কাওছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বরিশাল: ঈদুল ফিতর উপলে সারা দেশের কারাগার থেকে বন্দিমুক্তির অংশ হিসেবে শুক্রবার বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে এক নারীসহ সাজাপ্রাপ্ত চার কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। বিকেল ৩টায় তাদের মুক্তি দেওয়া হয়।



বন্দি মুক্তি সংক্রান্ত একটি আদেশনামা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুপুরে বরিশাল কারাগারে আসার পর কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার শহিদুল ইসলাম।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ ছগির মিয়া জানান, বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০ জন কয়েদির তালিকা পাঠানো হয়েছিল।   তালিকা পর্যালোচনা করে চারজনকে মুক্তি দেওয়ার অনুমতি দেয় মন্ত্রণালয়।

তিনি জানান, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে এক জনের দ্রুত বিচার আইনে এবং অপর তিন জনের মাদক আইনে দুই থেকে তিন বছরের সাজা হয়েছিল। মুক্তিপ্রাপ্ত সকলেই নির্দিষ্ট মেয়াদের অর্ধেকের বেশি সময় সাজা খেটেছেন।

মুক্তিপ্রাপ্ত কয়েদিরা হলেন মোঃ মাসুম চৌকিদার, মামুন হাওলাদার, নূরুল ইসলাম ও মোসাম্মৎ নারগিস।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।