ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় মাদকের কারখানায় পুলিশের অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০২০
নওগাঁয় মাদকের কারখানায় পুলিশের অভিযান

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় একটি বহুতল ভবনে মাদকের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

শনিবার (২৮ জুন) রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের মাদক ও মাদক তৈরির কাঁচামালসহ যন্ত্রপাতি জব্দ করা হয়।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, তিন মাস আগে বদলগাছী উপজেলার বৈরাগী পাড়ায় পরিবহন ব্যবসার কথা বলে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির বহুতল বাড়িতে ভাড়া নেন পত্নীতলা উপজেলার নাজমুল হোসেন নামে এক ব্যক্তি। এরপর গোপনে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের গুদাম গড়ে তোলেন। সেখানে মাদক প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হতো।

অভিযানের সময় কারখানার মালিক নাজমুলকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী লাবনীকে আটক করা হয়েছে। নাজমুল হোসেনকে ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।