ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুতে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ২৮, ২০২০
রামুতে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় নয় হাজার পিস ইয়াবাসহ নজি আলম নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দিনগত রাতে রামু সেনানিবাসের এসএসডি এমপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করেন মিলিটারি পুলিশ সদস্যরা।

নজি আলম রামুর তেচ্ছিপুল এলাকার মৃত মোজাফরের ছেলে।

রামু সেনানিবাস থেকে এক ই-মেইল বার্তায় এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ই-মেইল বার্তায় আরও জানানো হয়, রামু-মরিচ্যা রোডে চলাচলকারী সব যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দু’টি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারি পুলিশ সদস্যরা নিয়মিত তল্লাশি করে থাকেন। এরই ধারাবাহিকতায় মরিচ্যা থেকে রামুগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হলে এসব ইয়াবা পাওয়া যায়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারি পুলিশ সদস্যরা নজি আলমকে জব্দকৃত অটোরিকশা ও ইয়াবাসহ রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।