ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীর ১৬ অঞ্চলকে অ্যানথ্রাক্স জোন ঘোষণা

জহুরুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

রাজবাড়ী: রাজবাড়ীর ১৬ অঞ্চলকে শুক্রবার অ্যানথ্রাক্স জোন ঘোষণা করা হয়েছে। অ্যানথ্যাক্স প্রতিরোধ করতে প্রাণী সস্পদ বিভাগ এ ব্যবস্থা নিয়েছে।

এছাড়া দণিবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়াসহ জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যানুযায়ী অ্যানথ্রাক্স জোনগুলো হলো- সদর উপজেলার চন্দনী, হাটবাড়িয়া, বাড়াইজুরী, দাদশী, আজুগাড়া, পাংশার মদাপুর, শিকজান, হুগলাডাঙ্গী, যশাই, বালিয়াকান্দির ইসলামপুর, রামদিয়া, বহরপুর, গোয়ালন্দের চর বরাট, কাটাখালী, আন্ধারমানিক ও দৌলতদিয়া। এসব এলাকায় ভ্যাকশিনেশন কার্যক্রম চলছে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, কৃষি নির্ভর এ জেলায় প্রায় পাঁচ লাখ গরু ছাগল রয়েছে। প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতেই এব্যবস্থা নেওয়া হয়েছে। যদিরও জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।