ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় আগুনে পুড়ে গেছে আশ্রয়ন প্রকল্পের ১০টি বাড়ি

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে একটি আশ্রয়ন প্রকল্পের ১০টি বাড়ি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপলসন গ্রামে ওই অগ্নিকাণ্ড ঘটে।



নাটোর ফায়ার সার্ভিস অফিস ইনচার্জ (এসও) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, ‘আশ্রয়ন প্রকল্পের বক্করের বাড়ির রান্নার চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। ’

এতে বক্করের বাড়িসহ প্রকল্পের মুছা, খোকা, আয়নাল, মজনু, দুখু, রবি, শাহজাহান, রাব্বানী ও শাহীনের বাড়ি পড়ে যায় বলে জানান তিনি।

তিনি জানান, ‘ফায়ার সাভির্সের কর্মীরা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলে প্রকল্পের অন্য বাড়িগুলো রা পায়। ’

বিকেল সাড়ে ৩টায় সিংড়া থানার ওসি আবুল কলাম আজাদ বাংলানিউজকে জানান, ‘ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।