ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই ছাড়া যাবে সৌদি 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, জুন ২৬, ২০২০
ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই ছাড়া যাবে সৌদি 

ঢাকা: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই দেশটি ছাড়তে পারবেন।

শুক্রবার (২৬ জুন) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

রিয়াদ দূতাবাস এক বার্তায় জানায়, সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশির সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু এক্সিট/ রি-এন্ট্রি ভিসা না থাকার কারণে দেশে যেতে পারছিলেন না, তারা কোনো জরিমানা ছাড়া অর্থাৎ, কোনো এক্সিট/ রি- এন্ট্রি ছাড়া সৌদি আরব ত্যাগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জুন ২৬ , ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।