ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আ’লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুন ২৬, ২০২০
আ’লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা আক্রান্ত

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে দলটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলানিউজে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কয়েকদিন আগে তার করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের আরেক নেতা জানিয়েছেন, কয়েক দিন আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা দেন। তাতে রিপোর্ট পজিটিভ আসে।  এরপর থেকে ডাক্তারের পরামর্শে নিজের সরকারি বাসায় আইসোলেশনে আছেন তিনি।  তবে সুস্থ আছেন তিনি। তার কোনো সমস্যা হচ্ছে না ৷

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।