ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে রেলের চোরাই ডিজেল উদ্ধার

ইসরাত জাহান পল্লবী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

নীলফামারী: নীলফামারীর দারোয়ানী রেল স্টেশনসংলগ্ন একটি বাড়ি থেকে রেলের চোরাই ডিজেল উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে এসআই মাহবুবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রেল স্টেশনসংলগ্ন হাজিপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও ফেরাজুল ইসলামের বাড়ি থেকে ১ ব্যারেল (১৫৮ লিটার) ডিজেলভর্তি একটি ড্রাম উদ্ধার করে।



পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নজরুল ও ফেরাজুল।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ নজরুল ও ফেরাজুলসহ ১৫/২০ জনের একটি চক্র রেলের ডিজেল চুরির সঙ্গে জড়িত।

এসআই মাহবুব বাংলানিউজকে জানান, ‘এলাকাবাসীর সহায়তায় ওই ডিজেল উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ধারণা করা হচ্ছে এগুলো চুরি করা ডিজেল। ’

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।