ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে একদিনে রেকর্ড ৬০ জনের করোনা শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জুন ২৬, ২০২০
রাজশাহীতে একদিনে রেকর্ড ৬০ জনের করোনা শনাক্ত

রাজশাহী: রাজশাহীতে একদিনেই বৃহস্পতিবার (২৫ জুন) রেকর্ড ৬০ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজে ২২ এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে মোট ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে ৩৮ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

তারা হলেন- রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মুসলে উদ্দিন (৬৮), ১৫ নম্বরের রিয়াজুল ইসলাম (২৮), ১৯ নম্বরের তাজ সুলতানা (৩৪), ৩ নম্বরের শামসুন্নাহার (৮০), ১৮ নম্বরের হাবিবুর (৩২), ১৫ নম্বরের রুবেল (২৩), ২১ নম্বরের গোলাম আজম হিরা (৬০), ২২ নম্বরের তৃপ্তি ভট্ট (৪৭), আর্জ ভট্ট (১৮), ৮ নম্বরের মাসুমা (৩৮), সাহিদা বেগম (৬৫), মাহফুজুল হক (৪০), আহিয়ান (২), সখিনা (৫৫), আবদুর শুকুর (৬২), ২৫ নম্বরের এমএসআই সাইফুল্লাহ (৫৯), মাহফুয়া হক (৩৭), ১৩ নম্বরের রাজিয় সুলতানা (৪৭), রামেক হাসপাতালের প্রিজন সেলের বন্দি সৈয়দ মাসুদ আলী (৩৮), রামেক হাসপাতালের রোগী লিটন মিয়া (৩২), আবদুর রহিম (৫৫), শহিদুল (৫০),বিদ্যুৎ (২৫), আল-আমিন (২১), হাসপাতালের চিকিৎসক মোমেনা খাতুন (৪০), ডা. সাকলাইন (৩১), রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের রোগী এমতাজুল (৪৫), মাহাফুজ (৩৫), রাজশাহী সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন (৪৫), বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাধীন বিকাশ চন্দ্র (৩৩), ইকবাল (২৮), প্রদীপ কুমার (৪২), মাসুদ রানা (২৬), মাজিদুর রহমান (৪১), উম্মে রহমান (৩২), তোবারক হোসেন (৪৮) এবং সাহানা সুলতানা (৪১)।

এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোসহ জেলা ও মহানগরে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ল্যাবে এ দিন মোট ৩৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পাবনা ও নাটোরের আটজন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। বাকিগুলোর মধ্যে মহানগরীর ১৭টি এবং তানোরের পাঁচটি নমুনা করোনা পজিটিভ।

ল্যাবে তানোরের ইউএনও ছাড়াও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) এএইচএম ফেরদৌস জামানেরও করোনা পজিটিভ এসেছে। তিনি সার্বক্ষণিক ইউএনও’র সঙ্গেই থাকতেন। তানোরের বাকি তিনজন সাধারণ মানুষ। তারা হলেন- মোবারক (৪৯), আবদুর রাজ্জাক (৩৬) এবং আলতাফ হোসেন (৩৫)।

রাজশাহী মহানগরীর আক্রান্ত অন্য ১৭ জন হলেন- পলাশ (২০), মাহফুজুর (২১), রবিউল (৪০), শহিদুল্লাহ (২৭), আনোয়ার (৪৪), জাহানারা (৫৬), মোহাদেসুল (২৪), শারমিন (২২), মুন্নাফ (২৪), আবু হেনা মোস্তফা (৬০), লিটন (৩০), তোফাজ্জল (৩০), শুভ (২১), সাব্বির (২৮), সাঈদ মাহমুদ (২৪), সুজন মিয়া (৩০) এবং আশরাফ (৩৮)।

দুই ল্যাবে নতুন ৬০ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৭ জনে দাঁড়াল। রাজশাহী জেলায় গত ১২ এপ্রিল প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এ পর্যন্ত করোনায় ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।