ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরজেএসসি কার্যালয়ে নতুন নিবন্ধক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
আরজেএসসি কার্যালয়ে নতুন নিবন্ধক

ঢাকা: বাণিজ্যিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা রেজিস্ট্রেশনের সরকারি প্রতিষ্ঠান যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর (আরজেএসসি) কার্যালয়ে নতুন নিবন্ধক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মকবুল হোসেনকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলো নিবন্ধক হলো বাংলাদেশ সরকারের একমাত্র অফিস, যা দেশের আইন অনুযায়ী কোম্পানি ও অন্যন্য প্রতিষ্ঠান গঠনের সুবিধা দিয়ে এবং মালিকানা সম্পর্কিত সব নথিপত্র সংরক্ষণ করে।

নিবন্ধক হলেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয়ের প্রধান কর্মকর্তা।

মকবুল হোসেন নিবন্ধক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. জাকির হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

অপর আদেশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী সাখাওয়াত হোসেনকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।