ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে দাদিকে কুপিয়ে হত্যা করলো নাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০২০
ঘাটাইলে দাদিকে কুপিয়ে হত্যা করলো নাতি

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে দাদি আছিরনকে (৭৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নাতি আবুল হোসেনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি আবুল হোসেন (৩২) মানসিক প্রতিবন্ধি ছিলেন।

বৃদ্ধার ছেলে আব্দুর রহমান বাংলানিউজকে জানান, আমরা তিন ভাই। আমাদের মা আলাদা বাড়িতে থাকতেন। আবুল হোসেন আমার বড় ভাই আব্দুল মজিদের ছেলে। আবুল মানসিক প্রতিবন্ধি ছিলেন। বিকেলে মা রান্না করার সময় আবুল মাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। তখন মায়ের চিৎকারে আমার স্ত্রী এগিয়ে গেলে এবং তার ডাকাডাকিতে আশেপাশের মানুষ এগিয়ে এসে ভাতিজাকে আটক করে। তখন ঘনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে যতদূর জানতে পারলাম ছেলেটা মাদকাসক্ত। চারটি বিয়ে করেছিল, সব বউ তাকে ছেড়ে চলে গেছে।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উদ্দিন বলেন, তরকারি কাটার দা দিয়ে নাতি তার দাদিকে মাথায় দু’টি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক আবুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।