ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নগর পরিবহন গেছে মফস্বলে: সঙ্কটে রাজধানীবাসী

মুরসালিন হক<br>স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
নগর পরিবহন গেছে মফস্বলে: সঙ্কটে রাজধানীবাসী

ঢাকা: ঈদে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে নগর পরিবহনগুলো ঢাকার বাইরের বিভিন্ন মহাসড়কে চলে যাওয়ায় পরিবহন সঙ্কট দেখা দিয়েছে রাজধানীতে। পরিবহন স্বল্পতার কারণে ঢাকায় থাকা মানুষেরা প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বের হয়েই পড়ছেন চরম বিপাকে।



গত বুধবার শবে কদরের ছুটির দিন থেকে মানুষজন ঢাকা ত্যাগ করতে শুরু করলে মূলত সেদিন থেকেই পরিবহন সঙ্কট শুরু হয়। বৃহস্পতিবার সঙ্কট চরম আকার ধারণ করে। এদিকে শুক্রবার ঈদ হবে মনে করে যারা ঢাকায় ছিলেন শনিবার ঈদ হওয়ার ঘোষণায় তাদেরও অনেকেই নগরপরিবহন রিজার্ভ করে রওনা হয়েছেন গ্রামে।

রাজধানীর বেশির ভাগ মানুষ ঢাকা ছাড়ার কারণে মূল রাস্তাগুলো ফাঁকা থাকলেও নগরীতে চলাচলকারী পরিবহনগুলো নেই বললেই চলে। দু-একটি বাস চললেও তারা মূল ভাড়ার সঙ্গে বখশিস নামে অতিরিক্ত দুই থেকে পাঁচ টাকা আদায় করে নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। এ নিয়ে অপ্রীতিকর ঘটনাও ঘটছে উভয়ের মধ্যে।

রাজধানী ঘুরে দেখা গেছে, কাউন্টার সার্ভিস বাসগুলোর কাউন্টারে ব্যবহৃত টেবিল-বেঞ্চগুলো শেকল দিয়ে আটকে রাখা হয়েছে। সেখানে আয়েশ করে ঘুমোচ্ছেন ভবঘুরে মানুষ। এছাড়াও লোকাল বাসগুলো সেসব স্টপেজে যাত্রী উঠানামা করায় সেখানে যাত্রী থাকলেও কোনো বাস নেই। হঠাৎ দু-একটি বাস এলেও স্বল্প দূরত্বের যাত্রী ওঠায় না।

সকাল ৯টায় মিরপুর-১০ নম্বর মোড়ে দাঁড়িয়ে থাকা মো. আরশাদ হোসেন জানান, শাহবাগে বারডেম হাসপাতালে ভাইকে দেখতে যাবেন বলে এক ঘণ্টা অপেক্ষা করেও বাস পাননি তিনি। সিএনজিও খুঁজে পাননি।

যাত্রাবাড়ী মোড়ে অপেক্ষারত নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. আলি হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের কাউন্টার সার্ভিসের আনন্দ, বোরাক, উৎসব নামের বাসগুলো ঈদ উপলক্ষে দূরপাল্লায় চলে যাওয়ায় এ রুটে যানসঙ্কট দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে লোকাল বাসে কয়েকবার পরিবহন বদলে যাত্রাবাড়ী আসতেই তিন ঘণ্টা সময় লেগেছে তার।

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।