ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে নতুন ১৭ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
চাঁদপুরে নতুন ১৭ জনের করোনা শনাক্ত

চাঁদপুর: চাঁদপুরে সাত উপজেলায় নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৯ জনে। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।  

কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকা থেকে করোনার নমুনা পরীক্ষার ফলাফল এসেছে ১৫১টি।

এর মধ্যে ১৭টি পজিটিভ ও ১৩৪টি নেগেটিভ। শনাক্ত হওয়া নতুন ১৭ জনের মধ্যে চাঁদপুর সদরে চার, হাইমচরে তিন, মতলব উত্তরে তিন, কচুয়ায় এক, ফরিদগঞ্জে দুই, হাজীগঞ্জে এক ও শাহরাস্তি উপজেলার রয়েছে দু’জন।  

চাঁদপুরে মোট আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৬৯, হাইমচরে ৪০, মতলব উত্তরে ৩৬, মতলব দক্ষিণে ৭৪, ফরিদগঞ্জে ৬৫, হাজীগঞ্জে ৬৮, কচুয়ায় ৩০ ও শাহরাস্তি উপজেলার ৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৪ জন।  

করোনা উপসর্গ নিয়ে বুধবার (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত জেলার মতলব দক্ষিণ, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় ছয় জনের মৃত্যু হয়েছে।

জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৪৯ জন (চাঁদপুর সদরে ১৩, ফরিদগঞ্জে ছয়, হাজীগঞ্জে ১৪, শাহরাস্তিতে চার, কুচয়ায় পাঁচ, মতলব উত্তরে পাঁচ ও মতলব দক্ষিণ উপজেলার দু’জন)।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ