ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিয়ানমার থেকে ৪৬ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০২০
মিয়ানমার থেকে ৪৬ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

ঢাকা: করোনা ভাইরাসের কারণে মিয়ানমারে আটকে পড়া ৪৬ বাংলাদেশি বৃহস্পতিবার (২৫ জুন) দেশে ফিরছেন। একই দিনে ঢাকা থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন সেদেশের ১৫ জন নাগরিক।

বুধবার (২৪ জুন) ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মিয়ানমারে আটকে পড়া ৪৬ জন বাংলাদেশি নাগরিক কেবিজেড এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

তবে ইয়াঙ্গুন থেকে ফেরত আসার সময় বাংলাদেশিদের স্বাস্থ্য সনদ নিতে হবে। ঢাকায় আসার পরে একই প্লেনে মিয়ানমারে ফিরে যাবেন দেশটির ১৫ জন নাগরিক।

এর আগে মিয়ানমার থেকে গত ৬ মে আটকে পড়া ৪৩ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরে আসেন। সে সময় বাংলাদেশে আটকে পড়া ৩৮ জন মিয়ানমারের নাগরিক ফিরে যান। এবার দ্বিতীয়বারের মতো বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।