ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ-চাল বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
জয়পুরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ-চাল বিতরণ 

জয়পুরহাট: জয়পুরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রত্যেকের হাতে ১ হাজার ৫শ টাকা এবং ২০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।  

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব নগদ টাকা ও চাল বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার।

জানা যায়, গত ২৪ ও ২৬ মে রাতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় শতশত ঘরবাড়ি, কৃষি শিল্প, ফসলের ক্ষেত ও গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘন্টা, জুন ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।