ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ২২, ২০২০
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির (৪৯) মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন)  বিকেলে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মারা যান। 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।  

সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ৯ জুন করোনায় আক্রান্ত হন ওই ব্যক্তি।

করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠালে সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর আজ বিকেলে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

এ নিয়ে সুনামগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট পাঁচ জনের মৃত্যু হলো। যার মধ্যে তিনজনই ছাতক উপজেলার এবং জামালগঞ্জ উপজেলার একজন। এই প্রথম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হলো। এছাড়া সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত হয়েছে ৭৯৫ জন এবং সুস্থ হয়েছে ১৯২ জন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।