ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকৃবি ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ২২, ২০২০
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকৃবি ছাত্রের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিবুল হাসান রাকিব (২৬) নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  রাকিব বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি শিক্ষা অনুষদের মাস্টার্স শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন।

 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, রাকিব বাড়ির পাশের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় একজন গাছের ডাল কাটছিল। ডালটি কাটা হয়ে গেলে এর একটি অংশ বিদ্যুতের তারে ঝুলে থাকে এবং আরেকটি অংশ রাকিবের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২০ 
একে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।