ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ উপলক্ষে চট্টগ্রামে ১৩ কয়েদি মুক্ত

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
ঈদ উপলক্ষে চট্টগ্রামে ১৩ কয়েদি মুক্ত

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুই নারী কয়েদিসহ ১৩ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লঘু অপরাধে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত সাজা পাওয়া এসব কয়েদিকে শুক্রবার দুপুরে মুক্তি দেওয়া হয়।



মুক্তি পাওয়া কয়েদিরা হলেন ওমর আলী, আবু বক্কর, আইয়ুব আলী, কাজল সর্দার, মন্টু মিয়া, আব্দুল অদুদ, আব্দুস শুক্কুর, নুরুল আমিন, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, বাদশা মিয়া এবং দুই নারী কয়েদি নাছিমা আক্তার ও আছিয়া খাতুন।

কারা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এসব কয়েদির বেশির ভাগই চুরি ও মাদক আইনে দণ্ডপ্রাপ্ত। এদের মধ্যে বন বিভাগের কাঠ চুরির অভিযোগে দণ্ড পাওয়া চারজন কয়েদিও রয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন জেল সুপার রফিকুল কাদের বাংলানিউজকে জানান, ‘কয়েদি মুক্তি বিষয়ে গঠিত চট্টগ্রাম জেলা কমিটি ১৬ জনের মুক্তির সুপারিশ করেছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে ১৩ জনকে মুক্তির অনুমোদন দেয়। ’

এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছার পর কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।