ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ২২, ২০২০
দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী!

চাঁপাইনবাবগঞ্জ: টানা কয়েকদিনের প্রবল বর্ষণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে এসব রাস্তা দেখে বোঝার উপায় নেই এগুলো রাস্তা না নদী।এতে দুর্যোগে পড়েছেন পৌরবাসী।

রাস্তার পাশে ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি জমে থাকছে রাস্তার উপরে। অথচ ১ম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো নজর নেই।

পৌরবাসী বঞ্চিত হচ্ছেন নানা নাগরিক সেবা থেকে।  

এলাকা ঘুরে দেখা যায়, পৌর এলাকার বাগানপাড়া মহাল্লার খাদেম মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তা, হঠাৎপাড়া-১ মহল্লার মখলেস মোড় থেকে জাকিরের বিস্কুট ফ্যাক্টরি পর্যন্ত সংযোগ রাস্তা, খোয়াড়মোড়, রহমতপাড়ার বাগানপাড়া, ঋষিপাড়া থেকে মতিরমোড়, বড়বাজার, উদয়নগর, নুনগোলা, স্টেশনপাড়া, বাবুরঘোন মহল্লার বিভিন্ন স্থানে রাস্তায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে।

এছাড়াও ৭ নম্বর ওর্য়াডের হঠাৎপাড়ার প্রায় ৬০টি পরিবার বৃষ্টির কারণে পানিবন্দি হয়ে রয়েছে।  

এলাকাবাসীর মতে, রাস্তার পাশে ড্রেন নির্মাণ অতীব জরুরি। তাছাড়া বৃষ্টির পানির তোড়ে রাস্তায় গর্ত সৃষ্টি হচ্ছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।  

এ বিষয়ে রহনপুর পৌর সচিব খাইরুল হক জানান, আগামী অর্থ বছরের আগস্ট/সেপ্টেম্বরে বিভিন্ন ড্রেনসহ রাস্তা নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে।

অন্যদিকে পৌর মেয়র তারিক আহমদ বলেন, করোনা পরিস্থিতির কারণে দুস্থ মানুষদের ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকায় উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। তবে কিছুটা স্বাভাবিক হলেই রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।